ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল-শিবিরের হেল্প ডেস্ক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৫ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্কসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। এতে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভর্তিচ্ছুরা।

শনিবার (২৫ জানুয়ারি) বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করছেন। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করতেও দেখা যায় তাদের। বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ঘুরে ঘুরে এই কাজের তত্ত্বাবধান করছেন।

একই দৃশ্য ছাত্র শিবিরের হেল্প ডেস্কেও। শিবিরের হেল্প ডেস্কেও পানি, স্যালাইন, কলম, ফাইলসহ বিভিন্ন সামগ্রী রাখা আছে। তারা শিক্ষার্থীদের এসব সামগ্রী উপহার দিচ্ছেন। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিমও আছে তাদের সঙ্গে। একই সঙ্গে তথ্য সহায়তা কেন্দ্রের পেছনেই তাদের আছে অভিভাবকদের জন্য বসার জায়গা। ঢাবি ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানের তত্ত্বাবধানে এই সেবা চলমান রয়েছে।

আরও পড়ুন:

ছাত্রদল, শিবির ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন হেল্প ডেস্কের আয়োজন করেছেন। বিভিন্ন বিভাগীয়, জেলা এমনকি উপজেলা ছাত্রকল্যাণ সমিতিগুলো পৃথকভাবে সহায়তা কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করছেন।

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল-শিবিরের হেল্প ডেস্ক

এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ভর্তিচ্ছু শিক্ষার্থী রেহানা মাসুম বলেন, এখানে আসার পর ভুলক্রমে আমি পানির বোতল নিতে ভুলে গিয়েছিলাম। একটি হেল্প ডেস্ক থেকে সেটি সংগ্রহ করেছি। তারা বিভিন্নভাবে তথ্য দিয়ে আমাদের সাহায্য করছেন। অচেনা একটা জায়গায় এ ধরনের তথ্য ভর্তি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই উপকারি।

কুমিল্লা থেকে আসা অভিভাবক আব্দুল করীম জাগো নিউজকে বলেন, আমরা তো এখানকার কিছু চিনি না। হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের সাহায্য করছেন। আমাদের বসার জায়গা করে দিয়েছেন। কিছু প্রয়োজন হলে তাদের বলার সঙ্গে সঙ্গেই সেটা পাচ্ছি। এটা আসলেই ভালো একটা ব্যাপার।

এমএইচএ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।