মুখোমুখি অবস্থানে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীরা, থমথমে পরিস্থিতি

মুখোমুখি অবস্থান নিয়েছেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে এ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন।
এ অবস্থায় ঢাবি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। পুলিশ উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও উভয়পক্ষই নানান স্লোগান দিচ্ছে।
- আরও পড়ুন
সায়েন্সল্যাব ছেড়ে ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা
প্রো-ভিসি ক্ষমা না চাইলে সড়ক ছাড়বেন না ৭ কলেজ শিক্ষার্থীরা
এর আগে রাত সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। ঢাকা কলেজের আবাসিক হল থেকে আরও শিক্ষার্থী নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফলে গুরুত্বপূর্ণ এসব সড়কের যান চলাচল বন্ধ ছিল।
সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীদের আলটিমেটাম অনুযায়ী ঢাবির প্রো-ভিসি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাননি। আমরা সব শিক্ষার্থী মিলে প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে যাবো।
এমএইচএ/কেএসআর