পাহাড়ি পথে দুর্দান্ত প্রতিযোগিতায় মাতলেন মোটরসাইকেল রেসাররা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ১০:১৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

উঁচু-নিচু টিলা আর আঁকাবাঁকা পাহাড়ি পথ। মানুষের হাঁটাচলায় তৈরি এই পথজুড়ে রয়েছে ছোট-বড় অনেক পাথর। রয়েছে বালুর স্তর। মাঝে মধ্যে বালুর নিচে মাথা তুলে আছে বড় বড় পাথর। যে পথ দিয়ে একজন মানুষ হাঁটতেও অনেক হিসাব কষতে হয়, সেই আঁকাবাঁকা ও উঁচু-নিচু পথে অনুষ্ঠিত হয়ে গেলো মোটরসাইকেল রেসারদের প্রতিযোগিতা।

শুক্রবার দিনব্যাপী (৭ ফেব্রুয়ারি) প্রকৃতি কন্যা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথে এমন রোমাঞ্চকর প্রতিযোগিতার আয়োজন করে মোটো ম্যাডনেস বিডি। সিলেটে এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে আয়োজক প্রতিষ্ঠান।

পাহাড়ি পথে দুর্দান্ত প্রতিযোগিতায় মাতলেন মোটরসাইকেল রেসাররা

সিলেটে এই প্রথম দেড় কিলোমিটার দূরত্বের অফরোড ট্র্যাকে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৭৫ জন রেসার। তাদের সঙ্গে যোগ দেন ১ হাজারের বেশি দর্শক। সবাই নিবন্ধন করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এই আয়োজনে অংশ নেন।

আয়োজকরা বলেন, অনেক রাইডার মহাসড়কে রেস করে। কিন্তু মহাসড়ক রেসিংয়ের জায়গা না। এজন্য অফরোডে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সিলেটের প্রকৃতিকে কাজে লাগিয়ে উঁচু নিচু টিলা ও পাথর বেষ্টিত এলাকায় বেশ রোমাঞ্চকর পরিবেশে রেসাররা প্রতিযোগিতা করেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া রেসার ও কাওয়াসাকি ব্র্যান্ড অ্যাম্বাসেডর আবু সাঈদ বলেন, আমাদের দেশের বাইকাররা অফরোড ট্র্যাকে রেসিংয়ে অভ্যস্ত না। এটা রাইডারদের জন্য একটা ট্রায়াল ট্র্যাক। আস্তে আস্তে আমরা আমাদের দক্ষতাকে আরও বাড়াচ্ছি, যাতে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারি।

পাহাড়ি পথে দুর্দান্ত প্রতিযোগিতায় মাতলেন মোটরসাইকেল রেসাররা

তিনি আরও বলেন, আয়োজকরা আন্তর্জাতিক মানের রেসারদেরও এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করাতে পারলে আরও ভালো হবে। এতে তারা কোন কোন বিষয় মাথায় নিয়ে রাইড করে সেটা আমাদের জানা হবে। আমরাও তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবো।

ঢাকা থেকে আসা রেসার আব্দুল্লাহ ইশতিয়াক বলেন, এখন যারা রাইডার রয়েছেন তারা ডার্টে প্র্যাকটিস করেন না। যারা এসেছেন তারা খুব উপভোগ করছেন। এ ধরনের প্রতিযোগিতাকে দেশের স্পোর্টস ইভেন্ট হিসেবে যোগ করা উচিত বলে মনে করেন তিনি।

মোটো ম্যাডনেস বিডির আয়োজক এইচ আর হাসিব বলেন, ছোটবেলা থেকে দেখতাম মোটরসাইকেল নিয়ে মানুষ হাইওয়েতে রেস করে। হাইওয়ে রেস করার জায়গা না, কিন্তু বাংলাদেশে মোটো ওয়ান বা মোটো ২ এমন কোনো রেসিং প্ল্যাটফর্মও নেই যেহেতু অর্থনৈতিকভাবে আমরা অসচ্ছল দেশ। এখানে আমি চেষ্টা করেছি সিলেটের সৌন্দর্যকে কাজে লাগিয়ে একটা ট্রেইল ট্রেক তৈরি করার।

আহমেদ জামিল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।