শরীয়তপুরের বিএনপির ছয় কমিটি বিলুপ্ত

শরীয়তপুরের তিন উপজেলায় বিভিন্ন পর্যায়ের বিএনপির ছয়টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিগুলো বিলুপ্ত করা হয়।
কমিটিগুলো হলো, ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভা, ডামুড্যা উপজেলা ও পৌরসভা এবং গোসাইরহাট উপজেলা ও পৌরসভা। ওই এলাকাগুলো শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার মধ্যে রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে মেয়াদোত্তীর্ণের কারণে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।
বিএনপি সূত্র জানায়, বিএনপির শরীয়তপুর জেলা কমিটি, ছয়টি উপজেলা, একটি থানা, ছয়টি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে। ২০২৩ সালে ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হয়। ২০১৪ সালে গোসাইরহাট উপজেলা ও ২০২০ সালে পৌরসভা কমিটি গঠন করা হয়েছে। ২০১৬ সালে ডামুড্যা উপজেলা ও ২০১৪ সালে পৌরসভা কমিটি গঠন করা হয়েছে। অধিকাংশ কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়। আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন নির্বাচন করতে আগ্রহী নেতারা। তার ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন নেতারা।
শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলার ভেদেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, ডামুড্যা উপজেলা ও পৌর বিএনপি ও গোসাইরহাট উপজেলা ও পৌর বিএনপির কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হলো।
ভেদরগঞ্জ উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সাধারণ সম্পাদক বিএম মোস্তফা বলেন, আমাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়নি। তবে ঐক্যের স্বার্থে এবং নতুন করে আহ্বায়ক কমিটি করার জন্য কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ডামুড্যা উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট (জিপি) শাহাদাৎ হোসেন বলেন, কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাছাড়া আমরাও চেয়েছিলাম কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা হোক। এখন সামনে নতুন কমিটি হবে এবং নতুন নেতৃত্ব আসবে।
গোসাইরহাট উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি তারেক আজিজ মোবারক বলেন, আমাদের কমিটি হয়েছে ১১ বছর ধরে আর কমিটির মেয়াদ ছিল তিন বছরের। কমিটি বিলুপ্ত হওয়ার কথা আমরা জানতাম। দ্রুত নতুন কমিটি দিয়ে নেতাকর্মীদের মাঠ পর্যায়ের কার্যক্রমে সক্রিয় করতে পারবো।
জানতে চাইলে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন বলেন, আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন ইউনিটের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাই কর্মীদের গতিশীল করতে পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি করা হবে।
বিধান মজুমদার অনি/আরএইচ/জিকেএস