বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ৮২


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২০ মে ২০১৬

বগুড়া জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ভাঙচুর ও নাশকতাসহ একাধিক মামলার ৮২ আসামিকে গ্রেফতার  করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুসারে গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের তিনজন নেতাকর্মী রয়েছেন। এছাড়া বগুড়া সদর থানায় ১৫ জন, শিবগঞ্জে ৭, সোনাতলায় ৩, গাবতলীতে ৫, সারিয়াকান্দিতে ৫, ধুনটে ৫, শেরপুরে ৬, নন্দীগ্রামে ৭, আদমদিঘীতে ৫, দুপচাঁচিয়ায় ৫, কাহালুতে ৫, শাজাহানপুরে ৮ এবং ডিবি পুলিশ ৬ জনসহ মোট ৮২ জনকে গ্রেফতার করা হয়।

বগুড়া জেলার গণমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ভাঙচুর ও নাশকতা মামলার এজাহারভুক্ত ছাড়াও একাধিক মামলার আসামি রয়েছেন।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।