সখীপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০৯:০৩ এএম, ২২ মে ২০১৬

টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ আল আমীন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে পৌরসভার তালতলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি সখীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের আয়নাল হকের ছেলে।

এ ব্যাপারে সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আল-আমীনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন। দুপুরে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।  

আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।