বারহাট্টায় স্ত্রীর পরকীয়ার জেরে হত্যার অভিযোগ
নেত্রকোনার বারহাট্টায় স্ত্রীর পরকীয়ার জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ নিহতের শ্বশুর বাড়ির বসত ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত ওই ব্যক্তির নাম মো. আব্দুল হাই (৪০)। তিনি বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের কডর পাড়া গ্রামের আকরাম আলীর ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা, জনপ্রতিনিধি, পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় আট বছর আগে আব্দুল হাইয়ের সঙ্গে একই উপজেলার বড়ভিটা গ্রামের তোয়াচানের মেয়ে সুফিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দিনমজুর আব্দুল হাইয়ের সঙ্গে সুফিয়ার দাম্পত্য কলহ চলছিল। তারা একে অপরকে সন্দেহ করতো।
এ নিয়ে একাধিকবার স্থানীয় জন প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সালিশ বৈঠক হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সুফিয়া তার স্বামী আব্দুল হাইয়ের কাছে নগদ ২০ হাজার টাকা দাবি করে। আব্দুল হাই টাকা দিতে রাজি না হওয়ায় সুফিয়া তাকে লোক দিয়ে দেখে নেয়ার হুমকি দিয়েছে বলে জানায় নিহতের ছোট ভাই আব্দুল বারেক।
নিহতের ছোট ভাই আব্দুল বারেক জাগো নিউজকে জানান, সুফিয়া একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় আসক্ত ছিল। আমার আপন চাচাতো ভাই কদ্দুছ মিয়া ও একই গ্রামের নোমান মিয়ার সঙ্গেও তার পরকীয়া প্রেম ছিল। কুদ্দুছ ও নোমান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সুফিয়া তার লোকজন নিয়ে আমার ভাইকে মেরে প্রথমে ঘরে রসি দিয়ে ফাঁসিতে ঝুলাতে চেষ্টা করে। পরে ঘরের মেঝেতে ফেলে রেখেছে।
স্থানীয় ইউপি সদস্য শান্তুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, এদের পারিবারিক কলহের বিষয়ে একাধিকবার সালিস হয়েছে। গতকালও ওদের মধ্যে ঝগড়া হয়েছে বলে শুনেছি।
এদিকে, বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জাগো নিউজকে জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
কামাল হোসাইন/এসএস/এমএস