‘রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে দিতে নির্বাচন চায় বিএনপি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

বিএনপি ক্ষমতার জন্য নয়; গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ও রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রিন্স বলেন, কেউ কেউ বলেন বিএনপি বার বার নির্বাচনের কথা বলে কেন? তাদের প্রশ্নের জবাব একটাই, নির্বাচন ছাড়া গণতন্ত্র যেমন প্রতিষ্ঠা হয় না, তেমনি জনগণের রাষ্ট্র কায়েম হবে না।

তিনি বলেন, যারা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার বা ক্ষমতায় যাওয়ার বা নির্বাচিত শাসনে অনীহার চিন্তা করে তাদের চিন্তাধারা ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হলুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, হালুয়াঘাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবির হোসেন অন্তরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।