কিশোরগঞ্জ

খাদ্যে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি, ৪ দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জে খাদ্যে ক্ষতিকর রং মোশানোসহ নানা অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশুদ্ধ খাদ্য আদালত শহরের বত্রিশ এলাকায় নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত দই উৎপাদন ও বিক্রির দায়ে নয়ন ঘোষকে এক লাখ টাকা, একই এলাকার সানি বেকারিকে ক্ষতিকর রং ব্যবহারের দায়ে এক লাখ টাকা, একরামপুর এলাকার লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার ও জগতলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

jagonews24

এছাড়াও বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকে রাসেল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।