সুনাম বাড়াতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৯ মে ২০১৬

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষা প্রসারে গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমানে আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে অবকাঠামো ও সম্পদ রয়েছে তা দিয়েই উন্নতমানের শিক্ষা দিয়ে আগামী প্রজন্মকে সুনাগরিক করে গড়ে তুলতে হবে।

শনিবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে এদেশে শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো উন্নয়ন হয়নি। অথচ স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে একসঙ্গে জাতীয়করণ করেছেন। তাই শিক্ষাক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের সুনাম আরো বাড়াতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

জয়পুরহাট জেলা প্রশাসক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, যুগ্ম-সচিব আতাহার হোসেন, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা প্রমুখ।

রাশেদুজ্জামান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।