অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

রাজবাড়ীর পাংশায় যথাযথভাবে পণ্যের মোড়ক ব্যবহার ও সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে পিপাসা সুপার আইসক্রিমকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী জেলা ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

অধিদপ্তর সূত্রে জানা যায়, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন-সংরক্ষণের দায়ে পিপাসা সুপার আইসক্রিমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় পাংশার পিপাসা সুপার আইসক্রিমকে জরিমানা করা হয়েছে।

রুবেলুর রহমান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।