চুয়াডাঙ্গা

ক্ষতিকারক রং মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি, কারখানা মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় রং ও ক্ষতিকারক উপকরণ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরির অভিযোগে কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৯ বস্তা নিম্নমানের গুঁড়া মরিচ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার পরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাত ভাই পুকুরপাড় সংলগ্ন এলাকায় অভিযান চালান নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এ কারখানায় নিম্নমানের মরিচের সঙ্গে ক্ষতিকর রঙ ও বিভিন্ন উপকরণ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে আসছিল। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান জালানো হয়। এসময় মিলের শ্রমিকদের ভেজাল গুঁড়া তৈরির প্রক্রিয়া চলমান অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানকে খবর দেওয়া হয়। তিনি উপস্থিত হয়ে রজব আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল বলেন, ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা গুঁড়া মরিচ স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির। এটি কিডনি ও পাকস্থলীর ক্ষতি করতে পারে। অভিযানকালে এসব উপকরণ হাতেনাতে জব্দ করা হয়েছে।

হুসাইন মালিক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।