কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ৩০ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

কিশোরগঞ্জের ইটনায় হাওরে কাজ কারার সময় বজ্রপাতে মো. অনুপল মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এলংজুরী ইউনিয়নের কাটটেংগুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (রুবেল) জানান, সন্ধ্যার দিকে ধানের জমিতে কাজ করতে গিয়ে ব্রজপাতে কাটটেংগুর গ্ৰামের মৃত মফিল উদ্দিনের ছেলে অনুপল মিয়ার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়িতে আনা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।


এসকে রাসেল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।