শ্রম আইন লঙ্ঘন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:০২ পিএম, ০১ মে ২০২৫

শ্রম আইন লঙ্ঘন করায় কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) কোম্পানির চার কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) খুলনা শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কুষ্টিয়া অফিসের শ্রম পরিদর্শক (সাধারণ) ফারজুন ইসলাম এ মামলা করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, হেড অব অপারেশনস জর্জ লুইস মার্সেডো, সেক্রেটারি ও সিনিয়র লিগ্যাল কাউন্সেল সৈয়দ আফজাল হোসেন ও কোম্পানির কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত লিফ ফ্যাক্টরির প্লান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী।

এ বিষয়ে কথা বলার জন্য মামলার বাদী ফারজুন ইসলাম ও আসামি মুকিত চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার অফিসের উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাব বলেন, শ্রম আইনের বিধান না মানায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। খুলনা শ্রম আদালতে এ মামলা করা হয়।

বিএটি বাংলাদেশের একজন মুখপাত্র বলেন, উল্লেখিত মামলার বিষয়ে আমরা এখনও কোনও আনুষ্ঠানিক আইনি নোটিশ পাইনি কুষ্টিয়ার আমাদের গ্রিন লিফ থ্রেশিং প্লান্টে (GLTP) কিছু মৌসুমি শ্রমিক বিভিন্ন দাবি তুলে ধরেছেন। বর্তমান অচলাবস্থার দ্রুত নিরসনে উত্থাপিত দাবিগুলোর বেশিরভাগই আমরা যথাযথ প্রক্রিয়ায় কার্যকর সমাধানে সক্রিয়ভাবে কাজ করে চলেছি। তবে আমাদের দৃষ্টিতে, অবশিষ্ট দাবিগুলো বাংলাদেশ শ্রম আইনের আওতাভুক্ত নয়, ফলে সেগুলো পূরণ করা সম্ভব নয়।

তিনি বলেন, সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, আমরা সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে উন্মুক্ত ও গঠনমূলক আলোচনায় অংশ নিয়েছি, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তায় একাধিক বৈঠকে অংশগ্রহণ করেছি এবং আইনসঙ্গত কাঠামোর মধ্যে থেকে আরও ভালো সুযোগ-সুবিধাও প্রস্তাব করেছি। একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে বিএটি বাংলাদেশ শ্রম আইনসহ দেশের সকল নীতিমালা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখিত মামলার ব্যাপারে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাওয়ার পর, আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করব এবং আইনি প্রয়োজনীয়তা অনুসারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।

বিগত বেশ কয়েক বছর ধরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আসছেন শ্রমিকরা। বুধবার (২৩ এপ্রিল) থেকে ২২ দফা দাবিতে কুষ্টিয়ায় বিএটি লিফ ফ্যাক্টরির শতাধিক মৌসুমি শ্রমিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের এ অবস্থান কর্মসূচি এখনও চলমান রয়েছে। টানা এক সপ্তাহ ধরে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার লিফ ফ্যাক্টরির গেটের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- প্রতি বছর বছর নিয়োগপত্র দেওয়া বন্ধ করে এক নিয়োগপত্র দেওয়া, কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ মুনাফা শ্রমিকদের দেওয়া, প্রভিডেন্ট ফান্ড সুবিধা প্রদান, শ্রমিকের ঝুঁকি বিমা নিশ্চিত করা ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা।

আল-মামুন সাগর/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।