মির্জাপুরে ১১ চেয়ারম্যান প্রার্থী জামানত হারালেন


প্রকাশিত: ০১:২৬ পিএম, ৩০ মে ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৩৩ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি ৪, বিএনপি ১, কৃষক শ্রমিক জনতা লীগ ১ ও স্বতন্ত্র ৫ জনসহ ১১ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

মোট প্রাপ্ত ভোটের শতকরা আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাতিল হয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন, জামুর্কী ইউনিয়নে ডিএম নুরুল ইসলাম রাজ্জাক মিলন (জাতীয়পার্টি)। তার প্রাপ্ত ভোট ৫৯৬। বাঁশতৈল ইউনিয়নে বদুর উদ্দিন (জাতীয় পার্টি)। তার প্রাপ্ত ভোট ৯৪। ভাতগ্রাম ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. ছিবার উদ্দিন (জাতীয় পার্টি)। তার প্রাপ্ত ভোট ১২৫। উয়ার্শী ইউনিয়নে শহিদুর রহমান (জাতীয় পার্টি)। তার প্রাপ্ত ভোট ১৪৮।

মহেড়া ইউনিয়নে মো. আলী হোসেন খান (বিএনপি)। তার প্রাপ্ত ভোট ৫৫। বানাইল ইউনিয়নে মো. শরীফুল ইসলাম (কৃষক শ্রমিক জনতা লীগ)। তার প্রাপ্ত ভোট ৯৮। আনাইতারা ইউনিয়নে মো. মিজানুর রহমান আবু (স্বতন্ত্র)। তার প্রাপ্ত ভোট ৩৪০। বাঁশতৈল ইউনিয়নে আবুল কালাম আজাদ (স্বতন্ত্র)। তার প্রাপ্ত ভোট ৮৮। উয়ার্শী ইউনিয়নে আশিকুর রহমান মোল্লা (স্বতন্ত্র)। তার প্রাপ্ত ভোট ৬৫। এস এম বাবুল হোসেন (স্বতন্ত্র)। তার প্রাপ্ত ভোট ৩৯ ও মো. সহিদুর রহমান (স্বতন্ত্র)। তার প্রাপ্ত ভোট ১২০৬।
 
২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ৩, বিএনপি ২, স্বতন্ত্র ২ ও আওয়ামী লীগ বিদ্রোহী ১ জন চেয়ারম্যান নির্বাচিত হন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ আহমেদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, এসব প্রার্থী প্রাপ্ত ভোটের শতকরা আট ভাগের এক ভাগ ভোটও না পাওয়ায় তাদের জামানত বাতিল করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।