শেরপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৬ মে ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে রবিউল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রবিউল ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

জানা গেছে, রাত ৮টার দিকে রবিউল বাড়িতে লিচু খাচ্ছিলো। হঠাৎ সে একটি বিচি গিলে ফেলে। একপর্যায়ে লিচুর বিচিটি গলায় আটকে শ্বাসবন্ধ হয়ে ছটফট শুরু করে। আর নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পরিবারের লোকজন চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌনে ৯টার দিকে রবিউলকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর বলেন, শ্বাসনালিতে লিচুর বিচি আটকে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। তবে এটি একটি আকস্মিক মৃত্যু।

এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।