‘সুলভ বাজার’ উদ্বোধন

কেনা যাবে মাছের টুকরা, ২০০ গ্রাম গরুর মাংস এমনকি একপিস ডিম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১৫ মে ২০২৫
পাবনার ঈশ্বরদীতে নিম্নআয়ের মানুষের জন্য উদ্বোধন করা হয়েছে ‌‘সুলভ বাজার’

পাবনার ঈশ্বরদীতে নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‌‘সুলভ বাজার’। এই বাজারে ২০০ গ্রাম গরুর মাংস, এক পিস ডিম এমনকি এক টুকরা মাছও কেনা যাবে।

বৃহস্পতিবার (১৫মে) বিকেল ৫টায় পৌরশহরের কাচারিপাড়া এলাকায় ফিতা কেটে এই বাজারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেহেদী হাসানের মা হেলেনা সামাদ।

jagonews24

মেহেদী হাসান বলেন, মানুষ ইচ্ছা করলেই দামের কারণে বড় আকারের এক কেজি মাছ কিনতে পারে না। আবার এক কেজি গরু কিংবা খাসির মাংসও কিনতে পারে না। অনেকের তো একটি ব্রয়লার মুরগি কেনারও ক্ষমতা নেই। সেসব পরিবারের কথা বিবেচনা করে এক টুকরা মাছ, ২০০ গ্রাম পর্যন্ত মাংস সুলভ বাজারে বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, একইসঙ্গে সুলভ মূল্যে শিশুখাদ্যও বিক্রি করা হবে। আশা করি সুলভ বাজারের মাধ্যমে আমি মানুষের সেবা করতে সক্ষম হবো।

শেখ মহসীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।