শেরপুরে অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৮ মে ২০২৫

শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত থেকে একটি বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ মে) রাতে উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গহিন বনে অজগরটিকে অবমুক্ত করা হয় বলে জানান বনবিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামের একটি ধানক্ষেতে বামির্জ প্রজাতির অজগরটি দেখতে পেয়ে বনবিভাগে খবর দেন স্থানীয়রা। পরে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। একে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। তাই নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে অজগরটিকে রাংটিয়া রেঞ্জের অন্তর্গত একটি গভীর বনে অবমুক্ত করা হয়েছে।

উমর ফারুক সেলিম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।