কালিহাতীর দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত
সীমানা জটিলতার কারণে ষষ্ঠ ধাপে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুইটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার বিকেলে জানান, ৪ জুন এ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নির্দেশে দশকিয়া ও সল্লা ইউনিয়নের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। গত ২৬ মে এ নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত, গত ২০০৭ সালে সল্লা ইউনিয়নের লুৎফর রহমান নামের এক ব্যক্তির করা সীমানা জটিলতার রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
আরিফ উর রহমান টগর/এআরএ/আরআইপি