সিলেটে যাত্রীবাহী নৌকায় বজ্রপাত, মাঝি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ৩১ মে ২০২৫

সিলেটের কানাইঘাটে যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে মাঝির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার চাপনগর গ্রামে সুরমা নদীতে এ ঘটনা ঘটে। এতে আরও দুই যাত্রী আহত হয়েছেন।

নিহত তাজুল ইসলাম (৩৬) উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষ্মীপ্রসাদ নয়াগ্রাম গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।

আহত দুই যাত্রী হলেন মোহাম্মদ আলী ও শামীম আহমদ। তারা উপজেলার উত্তর লক্ষ্মীপ্রসাদ কুকুবাড়ি গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, শনিবার দুপুরে সুরমা নদীর খেয়াঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী নিয়ে লোভাছড়া বাগান-বাগিচা ঘাটে যাচ্ছিলেন তাজুল। সুরমা নদীর চাপনগর খেয়াঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত তার নৌকার ওপর পড়ে। এতে তাজুল নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে তলিয়ে যান। এসময় নৌকার দুই যাত্রী আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে তাজুল নদীতে তলিয়ে গেলে স্থানীয় অনেকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে বিকেল ৩টার দিকে চাপনগর খেয়াঘাটের অদূরে নদীতে ভেসে উঠলে লোকজন তাকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই নজমুল ইসলাম জানান, তাজুল ইসলামের ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিনি তার নিজস্ব ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এলাকায় ক্রীড়াঙ্গনের সঙ্গে তার বেশ সম্পৃক্ততা রয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে তাজুল ইসলাম নামে একজন মারা গেছেন। তার মরদেহ আইনগত প্রক্রিয়ার মধ্যদিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহমেদ জামিল/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।