চুয়াডাঙ্গা

আকাশ হত্যার বিচারের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০১ জুন ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগরে পাউবোর কর্মচারী হত্যার বিচারের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ ট্রেন আধা ঘণ্টা আটকে রাখে বিক্ষোভকারীরা।

রোববার (১ জুন) সকাল থেকে উপজেলার উথলী স্টেশনে এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেয়।

এ সময় উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার শিক্ষক মহিউদ্দিন ও নিহত গাফফার আলী আকাশের বাবা জিন্নাত আলী বক্তব্য রাখেন।

jagonews24

পরে কপোতাক্ষ ট্রেনের পরিচালক মো. মাহবুবুর রহমানের হাতে একটি লিখিত অভিযোগ হস্তান্তর করা হয়।

এর আগে ২১ মে জয়রামপুর আখ সেন্টারের কাছে রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় গাফফার আলী আকাশের (২৬) মরদেহ উদ্ধার করা হয়। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।