টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার


প্রকাশিত: ০২:২২ পিএম, ০২ জুন ২০১৬
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে ৫১ লাখ টাকা মূল্যের ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে ২-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদ পেয়ে টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫১ লাখ টাকা বলে জানায় বিজিবি।

উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান বিজিবি-২ এর উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহিল মামুন।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।