ভারতে পালানোর সময় গ্রেফতার হত্যা মামলার আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০২ জুন ২০২৫

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভারতে পালানোর সময় হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকাল ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম শেখ তাইসুখ ইসলাম। তিনি কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তারেক জানান, শেখ তাইসুখ ইসলাম পাসপোর্ট ব্যবহার করে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় ইমিগ্রেশন সার্ভারে তথ্য যাচাইয়ের মাধ্যমে জানা যায়, তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

হুসাইন মালিক/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।