দেলদুয়ারে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৩ জুন ২০১৬

টাঙ্গাইলের দেলদুয়ারে গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার রাতে ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া ও কোপাখী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নাটিয়াপাড়া গ্রামের শাহ আলমের ছেলে সোহান (১৮) ও কোপাখী গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল (১৯)।

কোপাখী গ্রামের নব-নির্বাচিত ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে সোহান ও শাকিলকে র‌্যাব গ্রেফতার করেছে। সেই সঙ্গে ধর্ষণের শিকার ওই তরুণীর বাবাকেও গ্রেফতার করা হয়েছে।

দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, শুনেছি সোহান ও শাকিলসহ চারজনকে র‌্যাব আটক করেছে।

অন্যদিকে, দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দীন খান ফারুকী।

উল্লেখ্য, গত ২৯ মে রাতে কোপাখী গ্রামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে হাত ও মুখ বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে ওই গ্রামের ধর্ষণ করে বখাটে সোহান, শাকিল ও শাহিন। এরপর ৩১ মে রাতে এ ঘটনায় এলাকার মাতাব্বরদের উদ্যোগে কোপাখী গ্রামের সাবেক মেম্বার মতিয়ারের বাড়িতে এক সালিশি বৈঠক বসে। ওই বৈঠকে বখাটেদের তিন লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করা হয়।

আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।