ঘাটাইলে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১০
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দামুড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীর ছোট ভাই খোকনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ঘাটাইল সদর উপজেলার ৩নং জামুরিয়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই খোকন, সমর্থক ফারুক, আনোয়ার ও সুজাত আলী।
এলাকাবাসী জানান, দুপুরে কেন্দ্রের ভেতরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরবর্তীতের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম খান হ্যাস্টিং এর ভাই ও সমর্থকদের এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে বিএনপি প্রার্থীর সমর্থকরা। আহতদের মধ্যে ৯ জনকে বিভিন্ন ক্লিনিকে ও হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় খোকনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হবে বলে জানা গেছে।
টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ইলিয়াস কবির জানান, ঘটনার সময় ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে পরিস্থিতী শান্ত হওয়ার পর আবার ভোটগ্রহণ শুরু হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি