মিরসরাইয়ে করোনায় বৃদ্ধের মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৬ জুন ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে শফিউল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শফিউল ইসলামের উপজেলার জোরারগঞ্জ এলাকায়।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মারা যাওয়া ব্যক্তি আগে থেকেই পোস্ট-অপারেটিভ জটিলতা ও কিডনি সমস্যায় ভুগছিলেন। তিনি মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার তার ডায়ালাইসিস করানো হয়।

করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে যান এবং সেখানে তার মৃত্যু হয়।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।