খুলনায় আরও একজনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৯ জুন ২০২৫

খুলনায় মো. হারুন নামে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার শরীরে করোনা শনাক্ত হয়। তিনি নগরীর বয়রা এলাকার বাসিন্দা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত এই হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে মো. হারুন নামের একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো। তিনি বাড়ি থেকেই চিকিৎসা নেবেন।

এর আগে, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়া বেগম নামের এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়। একই দিন নগরীর নিরালা এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তারের শরীরে শনাক্ত হয় করোনা। এরপর বুধবার করুনা নামে ৬০ বছর বয়সী এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়।

আরিফুর রহমান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।