জুলাই অভ্যুত্থানের ১০ মাস পর হত্যা মামলা, বেরোবি শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৯ জুন ২০২৫
গ্রেফতার মাহমুদুল হক

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছমেস উদ্দিন (৬৫) নামের এক মুদিদোকানির মৃত্যুর ১০ মাস পর করা হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক মাহমুদুল হককে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। ‌

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে নগরীর ধাপ এলাকার নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত ছমেস উদ্দিন নগরীর ১২ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর মৌলভীপাড়ার এলাকার বাসিন্দা।

এরআগে নিহত মুদিদোকানি ছমেস উদ্দিনের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে গত ৩ জুন রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানায় মামলাটি করেন।

মামলায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫৪ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার ৫৪ নম্বর আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুল হক।

হাজির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জিতু কবীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।