যারা জনগণকে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: প্রিন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৬ জুলাই ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, কয়েকটি দল নির্বাচন নিয়ে কৌশলের নামে নির্বাচন বিলম্বিত করতে নিত্য নতুন নানা ইস্যু বানাতে তৎপর। নির্বাচন নিয়ে কোনো যড়যন্ত্র জনগণ বরদাশত করবে না। যারা জনগণকে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে যড়যন্ত্র করছে।

শনিবার (৫ জুলাই) রাতে ময়মনসিংহের হলুয়াঘাট পৌর শহরের একটি হোটেলে বিএনপি নেতাকর্মীদের সদস্য নবায়ন ও নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, বিএনপি যেনতেন বা পাতানো নয়, জনগণের ভোটে প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচনে চায়। যারা সিটের জন্য অন্য দলের মুখাপেক্ষী, তাদের মুখে পাতানো নির্বাচনের আশঙ্কা শোভা পায় না।

যারা জনগণকে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: প্রিন্স

এমরান সালেহ প্রিন্স বিএনপির বিরুদ্ধে মহল বিশেষের অপপ্রচারের বিষয়ে উল্লেখ করে বলেন, তাদের অপপ্রচারে জনসাধারণ যেন বিভ্রান্ত না হয়, সেদিকে দলের কর্মীদের দৃষ্টি রাখতে হবে।

পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব আবদুল আজিজ খানের সঞ্চালনায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।