হত্যা মামলায় একজনের ফাঁসি : তিনজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৬ জুন ২০১৬

জয়পুরহাটে চাঞ্চল্যকর জিয়াউল হাসান সুমন হত্যা মামলায় একজনের ফাঁসি এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শহরের পাটারপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন (৩০)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন (২৫), একই মহল্লার ছানোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ স্বপন (২২) ও আব্দুল মমিনের ছেলে মিঠু হোসেন (২০)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৩ জুন দুপুরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মোড়ে একটি দোকানের সামনে দণ্ডপ্রাপ্তরা জিয়াউল হাসান সুমনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা আক্তার বাদী হয়ে সদর থানায় দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পরে চাঞ্চল্যকর হিসেবে মামলাটি পুলিশ গ্রহণ করে। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড.  নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি এবং আসামিপক্ষে অ্যাড. আবু ইউসুফ মো. খলিলুর রহমান, অ্যাড. হেনা কবির ও অ্যাড. মোস্তাফিজুর রহমান।  

রাশেদুজ্জামান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।