আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি নাহিদ, সম্পাদক শাওন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৬ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবে নাহিদ হাসান সভাপতি ও নাজমুল হক শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৫ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এছাড়াও সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাইফুল হুদা (সোহেল হুদা) ও আব্দুল্লাহ হক যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম অনিক ও হোসেন তামজীদ। ক্যাশিয়ার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শরীফ।

সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু আহমেদ, দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম, ধর্ম সম্পাদক পদে ইখলাস উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কাজী ফারুক আহম্মদ সোহাগ, ক্রীড়া সম্পাদক পদে রিপন আলী, প্রচার সম্পাদক পদে মীর রোকনুজ্জামান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে সেলিম রেজা, আরিফুল ইসলাম, খোন্দকার সালাহউদ্দিন, সজিব হোসেন নির্বাচিত হয়েছেন।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।