চুয়াডাঙ্গা

রেলগেটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, গেটম্যানের দাবিতে অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৮ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার আমিরপুর রেলগেটে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এরপরই আমিরপুর রেলগেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই গেটম্যানের দাবিতে স্থানীয়রা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘক্ষণ আটকা পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে যাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে যুবকসহ মোটরসাইকেলটি প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রেলপথে প্রতিবন্ধকতা তৈরি করে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, আমিরপুর রেলগেট দীর্ঘদিন ধরে অরক্ষিত। এই গেটে আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।

ঘটনাস্থলে গিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন।

তিনি বলেন, এখানে অবশ্যই গেটম্যান থাকা দরকার। আমি তিনদিন সময় নিচ্ছি, এরমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চেষ্টা করবো।

তবে বিক্ষুব্ধরা ওসির কাছ থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত রেলপথ না ছাড়ার ঘোষণা দেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এরপর গেটম্যানের দাবিতে শতশত মানুষ রেলপথ অবরোধ করেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।

হুসাইন মালিক/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।