বেহাল সড়কের যানচলাচল বন্ধ করে দিলেন স্থানীয়রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৮ জুলাই ২০২৫
গাছের ডাল ও বাঁশ দিয়ে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে/ছবি-জাগো নিউজ

সংস্কার হয়নি দীর্ঘদিন। প্রতি‌নিয়ত ঘটছে দুর্ঘটনা। এমন বেহাল অবস্থার কারণে রাজবাড়ী পৌরসভার জনগুরুত্বপূর্ণ সদর হাসপাতাল সড়ক গাছের ডাল ও বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে হাসপাতাল সড়কের সজ্জনকান্দা সেগুনবা‌গিচার রাজবাড়ী সেল আউটেলটের (শুভ বিউটি কর্নার) সামনে এমন চিত্র দেখা যায়।

বেহাল সড়কের যানচলাচল বন্ধ করে দিলেন স্থানীয়রা

এরআগে সোমবার (৭ জুলাই) দুপুরে ওই স্থানে রাস্তার গর্তে এক‌টি ব‌্যাটা‌রিচা‌লিত ইজিবাইকের চাকা পড়ে উল্টে নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী ও চালক মারাত্মক আহত হন। পরে ভুক্তভোগীরা ভাঙা স্থানের দুই পা‌শে গা‌ছের ডাল ও বাঁশ দি‌য়ে রাস্তা‌টি বন্ধ ক‌রে দেন। এরপর থে‌কে ওই সড়‌কে পথচারীরা কোনোমতে চলাচল কর‌তে পার‌লেও দীর্ঘপথ ঘু‌রে যেতে হ‌চ্ছে ছোট-বড় সব ধর‌নের যানবাহন ও রোগী‌দের। ফ‌লে ভোগা‌ন্তিতে প‌ড়েছেন এই সড়‌কে চলাচলকারীরা।

খোঁজ নি‌য়ে জানা‌ গে‌ছে, ১৯১৩ সা‌লে প্রতি‌ষ্ঠিত রাজবাড়ী পৌরসভা ১৯৯১ সা‌লে ‌‘ক’ শ্রেণির তা‌লিকাভুক্ত হয়। রাজবাড়ী সদর হাসপাতাল সড়ক (পাব‌লিক হেলথ টু ২ নম্বর রেল‌গেট) একটি জনগুরুত্বপূর্ণ ও পৌরসভার প্রধান সড়কের মূল বিকল্প সড়ক। প্রতিদিন এ সড়ক দি‌য়ে চলাচল চ‌রে হাজার হাজার মানুষ ও যানবাহন। রাস্তাটি প্রায় আট বছর সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। বর্তমানে বিটুমিন আর খোয়া উঠে সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে এসব খালে বৃষ্টির পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। যে কার‌ণে প্রতি‌নিয়ত ঘট‌ছে ছোট-বড় দুর্ঘটনা।

বেহাল সড়কের যানচলাচল বন্ধ করে দিলেন স্থানীয়রা

এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম ব‌লেন, জনগ‌ণের ভোগা‌ন্তি লাঘবে রাস্তা‌টি প‌রিদর্শন ক‌রে ব্যবস্থা নেওয়া হ‌বে।

রুবেলুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।