সীতাকুণ্ডে স্বামী হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর মৃত্যুদণ্ড

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৪ জুলাই ২০২৫
ফাইল ছবি

পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) দুপুরে হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রিমা আক্তার (ভুক্তভোগীর স্ত্রী), শাহাদাত হোসেন কাইয়ুম (পরকীয়া প্রেমিক), আবদুল কাইয়ুম (সহযোগী)। রায় ঘোষণার সময় তিনজন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত জয়নাল আবেদিন (কালা মিয়া) পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন। তিনি চট্টগ্রাম নগরীর হালি শহরে বসবাস করতেন।

পরকীয়ার সম্পর্ক টিকিয়ে রাখতে স্ত্রী রিমা আক্তার তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুমের সহযোগিতায় স্বামীকে হত্যা করেন। হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গ্রেফতারের পর রিমা ও শাহাদাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৬ অক্টোবর সীতাকুণ্ড পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল বলেন, ‘বিচারিক প্রক্রিয়ায় ১১ জননের জবানবন্দি গ্রহণ করা হয়। উপস্থাপিত প্রমাণ ও সাক্ষ্য অনুযায়ী আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ সাজা দেন।’

এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।