ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে পালালো নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২০ জুলাই ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় আগুন দিয়ে কিছুক্ষণ সড়কে অপেক্ষা করে তারা পালিয়ে যায়।

শনিবার (১৯ জুলাই) দিনগত মধ্যরাতে উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

গাছে আগুন জ্বালানোর ৪০ সেকেন্ডের এমন একটি ভিডিও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডিতে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেছে একজন প্রথমে পেট্রল ঢেলে মহাসড়কে রাখ গাছে আগুন ধরিয়ে দেয়। এরপর আরও কয়েকজন মিলে মিছিল করতে থাকে।

জানা গেছে, গোপালগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মী নিহত ও গণগ্রেফতারের ঘটনায় রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে ছাত্রলীগ। হরতালের সমর্থনে রাতের আঁধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে তারা।

এদিকে রোববার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগের মতেই গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। মহাসড়কে যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ দায়িত্ব পালন করছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মী নশাসন এলাকার সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এরপর সড়কে রাখা গাছের গুঁড়ি সরোনো হয়েছে।

তিনি আরও বলেন, মহাসড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ টহলে রয়েছে।

এম মাঈন উদ্দিন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।