রাঙ্গামাটি

বাঘাইছড়ি-দিঘীনালা সড়কে পাহাড়ধস, ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২১ জুলাই ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘীনালা সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কে সব ধরনের চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক বিভাগের লোকজন ৫ ঘণ্টার চেষ্টায় সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২১ জুলাই) ভোরে বাঘাইছড়ি উপজেলার ১২ কিলো এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

বাঘাইছড়ি-দিঘীনালা সড়কে পাহাড়ধস, ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

স্থানীয়রা জানায়, রোববার রাত থেকে ওই এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টির কারণে সোমবার (২১ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার ১২ কিলো এলাকায় পাহাড়ধস হয়। এতে সকাল থেকে ওই সড়কের দুই দিকে আটকা পড়ে বহু যানবাহন।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড়ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমাদের লোকজন গিয়ে সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ করেছে। বেলা ১১টার দিকে করে কিছুটা হালকা যানবাহন চলাচল করা যাচ্ছে। তবে পুরো সড়ক থেকে ধসে পড়া মাটি সরাতে কিছুটা সময় লাগতে পারে।

আরমান খান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।