সিলেটে মুরগির দাম কমলেও চড়া সবজি বাজার
সিলেটের বাজারে ব্রয়লার ও লেয়ার মুরগির দামে কিছুটা স্বস্তি দেখা গেলেও সবজির বাজার এখনও চড়া। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে প্রায় দ্বিগুণ দামে সবজি বিক্রি হচ্ছে।
বুধবার (২৩ জুলাই) বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এক সপ্তাহ আগে যার দাম ছিল ১৬০ টাকা। এক সপ্তাহে কেজিপ্রতি দাম কমেছে ১০ টাকা। লেয়ার মুরগির ক্ষেত্রেও একই চিত্র। গত সপ্তাহে প্রতি পিস লেয়ার মুরগির দাম ছিল ৬০০ টাকা। এখন তা কমে বিক্রি হচ্ছে ৫৬০ টাকায়।
তবে এর বিপরীতে সোনালি জাতের মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতিকেজি ২৬০ টাকায় বিক্রি হওয়া সোনালি মুরগি এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকায়। ঈদ পরবর্তী সময়ে মুরগির চাহিদা কমায় দাম কিছুটা কমেছিল। পরে আবার দাম বাড়লেও গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম কিছুটা কমেছে।
মদিনা মার্কেটের মুরগি ব্যবসায়ী সজিবুল হোসেন বলেন, ঈদের পর মুরগির চাহিদা কমে গেছে। তাই দামও কিছুটা কমেছে। তবে সোনালির চাহিদা থাকায় তার দাম বাড়ছে।
অন্যদিকে, সবজির বাজারে কোনো স্বস্তি নেই। বাজারে ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। তবে কোথাও কোথাও কিছু সবজির দাম আরও বেড়েছে।
বুধবার বাজারে পটল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, করোলা ৮০ টাকা, লুবিয়া ৮০ টাকা, ঝিঙা ৭০ টাকা, গাজর ১৫০ টাকা, কচুমুখী ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা ও কুমড়ো ৬০-৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এর আগের সপ্তাহে বাজারে প্রতিকেজি পটল ও ঢেড়স বিক্রি হয়েছে ৪০ টাকায়, ঝিঙা ৬০, করোলা ৬০, কাঁকরোল ৪০, কচুমুখী ৫০, পেঁপে ৪০, চিচিঙ্গা ৬০, শসা ৪০-৫০, টমেটো ৮০-১০০ এবং প্রতিটি কুমড়া ৭০-৮০ টাকায়।
ব্যবসায়ীদের দাবি, সবজির সরবরাহ কম থাকায় দাম স্বাভাবিক হচ্ছে না।
আম্বরখানার সবজি বিক্রেতা সাইদ হোসেন বলেন, এই সময়টাতে সবজির দাম এমনিতেই একটু বেশি থাকে। তাছাড়া এখন সরবরাহ কমে গেছে। ফলে দাম কমার সম্ভাবনা আপাতত নেই। তবে আরও দুই-এক সপ্তাহ গেলে কিছু সবজির দাম কমতে পারে।
আহমেদ জামিল/এমএন/জেআইএম