টাঙ্গাইলে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত


প্রকাশিত: ০৮:০২ এএম, ০৯ জুন ২০১৬

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে ট্রাকচাপায় জহুরুল ইসলাম নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বলরামপুরের আব্দলু আজিজ মন্ডলের ছেলে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ যাওয়ার পথে কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী ও সেনা সদস্য জহুরুল ইসলাম। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত সেনা সদস্য ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।