গাইবান্ধায় অবৈধ চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৯ জুলাই ২০২৫

গাইবান্ধায় অবৈধ চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়।

সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, শহরের নিউ সেন্টাল ডায়াগনস্টিক সেন্টার, ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহম্মেদ বলেন, অনুমোদন না নিয়ে দীর্ঘদিন ধরে এসব ডায়াগনস্টিক পরিচালিত হয়ে আসছিল। বৈধ কাগজপত্র না থাকায় ও তাদের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ পরীক্ষার কীট ও সরঞ্জামাদি পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করা হয়েছে।

আনোয়ার আল শামীম/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।