কখনো ভাবিনি দাসত্ব থেকে বের হতে পারবো: শিক্ষা উপদেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ৩০ জুলাই ২০২৫

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি। গত ১৭ বছর আমরা আমাদের নাগরিকত্ব সপে দিয়েছিলাম একটি ফ্যাসিবাদী সরকারের কাছে। যারা পার্শ্ববর্তী দেশের সঙ্গে দাসত্বের চুক্তি করেছিল। আমরা কখনো ভাবিনি দাসত্ব থেকে বের হতে পারবো।

বুধবার (৩০ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন-২০২৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, গুম-খুন, আয়নাঘর, বিচারহীনতার মধ্যদিয়ে চলছিল বাংলাদেশ। এর থেকে পরিত্রাণ করেছে ছাত্ররা। তাই ছাত্র-জনতার এই অর্জনকে ম্লান হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট রেজিম যে দাসত্বের সংস্কৃতি চালু করেছিল, আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। আমাদের মাঝে বিভাজন তৈরি না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় লেজুড়বৃত্তি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। অংশীদারদের সঙ্গে বসে তাদের চাহিদা অনুযায়ী নীতি নির্ধারণ করতে হবে। পেশীশক্তির ব্যবহার রোধ করতে হবে, সহনশীলতা সহমর্মিতার সংস্কৃতি চালু করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষার কার্যক্রমে গুরুত্বারোপের পাশাপাশি সমাজে পিছিয়ে পড়াদের এগিয়ে নিতে সহায়তা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা প্রমুখ।

আহমেদ জামিল/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।