বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন


প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১০ জুন ২০১৬

টাঙ্গাইলের নাগরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন শুরু করেছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। সে উপজেলার ধুবরিয়া ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের মো. সিদ্দিক মিয়ার কন্যা। শুক্রবার সকালে কাচপাই গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিম ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধুবরিয়া ইউনিয়নের কাচপাই গ্রামের মৃত হামিদ ডাক্তারের ছেলে সুমন হোসেন সুবজের (১৮) সঙ্গে স্থানীয় ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ওই ছাত্রীর দীর্ঘ এক বছর ধরে প্রেম চলে আসছিল।

এক পর্যায়ে প্রেমিক সুমন বিয়ের প্রলোভ দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। শুক্রবার সকালে প্রেমিকা বাধ্য হয়ে প্রেমিক সুমনের বাড়িতে গিয়ে অনশন শুরু করে।

ভিকটিম জানান, সুমনের কথা অনুযায়ী তার বাড়িতে এসেছি। বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ি থেকে কোথাও যাচ্ছি না।

এ ঘটনা ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শত শত উৎসুক জনতা ওই মেয়েকে দেখতে ভির জমাচ্ছে।

আরিফ উর রহমান টগর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।