ঈশ্বরদীতে সন্ত্রাসী মাত্র ২৫ জন!
ঈশ্বরদীতে কোনো জঙ্গি বা জঙ্গি সংগঠন নেই। সরকারি দল আওয়ামী লীগেও কোনো অপরাধী নেই। প্রায় সাড়ে তিন লাখ মানুষের এ উপজেলায় আছে মাত্র ২৫ জন সন্ত্রাসী। এদের প্রায় সকলেই এখন কারাগারে।
সম্প্রতি ঈশ্বরদী থানা পুলিশ স্থানীয় সন্ত্রাসীদের একটি তালিকা করেছে যাতে এ ধরনের তথ্যই রয়েছে।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, গোয়েন্দা সংস্থা ও পুলিশের সমন্বয়ে সন্ত্রাসীদের নতুন তালিকা তৈরি করা হয়েছে। এতে ২৫ জনের নাম আছে। এদের অধিকাংশই বর্তমানে জেলহাজতে। তালিকায় সরকারি দল আওয়ামী লীগের কারো নাম নেই বলে তিনি উল্লেখ করেন।
তবে বিএনপি ও জামায়াতে ইসলামীর সন্ত্রাসীদের নাম এখানে আছে। গ্রেফতার অভিযান পরিচালনার স্বার্থে এদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলেও জানান তিনি।
তালিকাভুক্ত এসব সন্ত্রাসী এলাকায় খুন, মারামারি, ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত।
নাম প্রকাশ না করার শর্তে থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের তালিকা আগে বড়ই ছিল। গত জানুয়ারি মাসে করা নতুন তালিকাটি ছোট করা হয়েছে। এই তালিকায় সরকারি দলের কারো নাম নেই।
আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস