গাজীপুরে বাসচাপায় দুই পথচারী নিহত


প্রকাশিত: ০৩:৫২ এএম, ১২ জুন ২০১৬

গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং মহানগরীর বোর্ডবাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন।   
 
নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বসন্তের বাগ (বাংলা বাজার) গ্রামের নূরুল ইসলামের ছেলে আব্দুর রফিক (৫০) এবং ময়মনসিংহের মুক্তাগাছা থানার দড়িজয়পুর এলাকার দ্বীন মাহমুদের ছেলে মো. ইলিয়াস (২৪)।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রোববার ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস পথচারী রফিককে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। মরদেহ মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

অপরদিকে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস মো. ইলিয়াস (২৪) নামের স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
                            
আমিনুল ইসলাম/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।