দিনাজপুরে বাসচাপায় আদিবাসী নারীর মৃত্যু
দিনাজপুর-দশমাইল মহাসড়কে বাসচাপায় মনি সরেন (৬৫) নামে এক আদিবাসী (সাঁওতাল) নারী নিহত হয়েছেন। রোববার দুপুর পৌনে ২টায় দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় জনতা রাস্তা অবরোধ করলে দিনাজপুর-দশমাইল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত মনি সরেন সদর উপজেলার পল্লীবিদ্যৎ অফিস সংলগ্ন মাড়িয়াপাড়া গ্রামের মালা বাবু মুমুর স্ত্রী।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এসএস/পিআর