দেবীগঞ্জে জেএমবি সন্দেহে আটক ২
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে খুটামারী এলাকায় বিশেষ অভিযানে পুলিশ তাদের আটক করে।
এরা হলেন- উপজেলা সদরের খুটামারী ডাঙ্গাপাড়া গ্রামের মোফাজ্জলের ছেলে আবু বকর সিদ্দিক (২৯) এবং কামাতপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে আয়নাল হক (৩০)।
এছাড়া শনিবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তিন শিবিরকর্মীসহ আরও ২১ জনকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে নাশকতা চেষ্টাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশের এই বিশেষ অভিযানে বৃহস্পতিবার জেলায় ৪১ জন এবং শুক্রবার ২৯ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত তিনদিনে পঞ্চগড়ে গ্রেফতারদের সংখ্যা ৯১ বলে জানা গেছে।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বলেন, আটক দুইজনকে জেএমবি সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সফিকুল আলম/এসএস/পিআর