পাবনায় পুলিশ হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত


প্রকাশিত: ০৪:১৫ এএম, ১৫ জুন ২০১৬
প্রতীকী ছবি

পাকশী পুলিশ ফাঁড়ির হাবিলদার সুজাউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি রুবেল (২৬) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঈশ্বরদী থানা পুলিশ পাকশী রেললাইন এলাকা থেকে তাকে আটক করে অপর আসামিদের ধরতে রুবেলকে নিয়ে পদ্মা নদীর তীরে গেলে সেখানে ওৎ পেতে থাকা তার অপর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে রুবেল ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। তাকে ঈশ্বরদী হাসপাতালে আনার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার সকালে রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর রাতে হাবিলদার সুজাকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে সন্ত্রীরা।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।