লোহাগড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৪


প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৬ জুন ২০১৬

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ চারজন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার চালিঘাট মসজিদের সামনে এ সহিংসতার ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চালিঘাট গ্রামের বিজয়ী মেম্বর হাফিজুর রহমান বাকা মিয়ার সমর্থক হাফিজার, ওহিদুর, হাবিবর, খায়রুল ও নুর আলমসহ ৮-৯ জনের একটি দল পরাজিত মেম্বর প্রার্থী শরিফুল শেখের সমর্থক জামাল শেখকে (৩৮) মারধর করে। এসময় ঠেকাতে গেলে রেজাউল শেখ (৩৪), রমেশ বিশ্বাস (৩৫) ও শেফালী বেগম (৩৭) গুরুতর আহত হন।
 
আহতদের লোহাগড়া হাসপাতালে এবং গুরুতর আহত জামাল ও রেজাউল শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

হাফিজুল নিলু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।