পুলিশের ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেফতার
নড়াইলের লোহাগড়ায় শেষ ধাপের ইউপি নির্বাচনের দিন পুলিশের ওপর হামলা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির আহম্মদ জানান, বুধবার রাতে লোহাগড়ার ছাগলছেঁড়া গ্রামে অভিযান চালিয়ে আরিফ মোল্যা (২০) ও কারিম মোল্যাকে (২২) গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ জুন লোহাগড়া ইউপি নির্বাচনের দিন চরবকজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ব্যালট বাক্সসহ লোহাগড়া নির্বাচন অফিসে ফিরছিলেন। পথিমধ্যে মধুমতি নদীর ছাগলছেঁড়া ঘাট এলাকায় পরাজিত মেম্বর প্রার্থী সুরুজ মোল্যার নেতৃত্বে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় পুলিশের চার সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) সাত সদস্য আহত হন। পরে এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রভাষক রফিকুল ইসলাম বাদী হয়ে ১৫ জনের নামসহ অজ্ঞাত ৬৫ জনের নামে মামলা দায়ের করেন।
হাফিজুল নিলু/এফএ/পিআর