ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ঘেরাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৫

শেরপুরে ভুল চিকিৎসায় আশা আক্তার (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলের দিকে পৌর শহরের শেরপুর এভারকেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিচারের দাবিতে নিহতের স্বজনরা সন্ধ্যা থেকে হাসপাতালটি ঘিরে রেখেছেন।

নিহতের স্বজনরা জানান, চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুর দেড়টার দিকে ডাক্তার লুতফুর রহমানের তত্ত্বাবধানে তার সিজার করা হয়। এরপর আড়াইটার দিকে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ডেকে নিয়ে জানিয়ে দেয় রোগীর অবস্থা আশঙ্কাজনক। তারপর আমরা গিয়ে দেখি আশা আর নেই।

আশার ফুফু হালিমা বেগম অভিযোগ করেন, অপারেশনের আগেও আশা হেঁটে অপারেশন কক্ষে প্রবেশ করেন, কিন্তু আড়াইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ডেকে রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে দেয়। তিনি ডাক্তার লুতফুর রহমানের বিরুদ্ধে অবহেলা করে মেরে ফেলার অভিযোগ তুলে বিচার দাবি করেন।

নিহতের বড় ভাই অপূর্ব বলেন, এটা ছিল আশার দ্বিতীয় বাচ্চা, সিজারের সময় চিকিৎসায় অবহেলা করা হয়েছে। এতেই আমার বোনকে হারালাম। আমার বোনের এক ছেলে আর সদ্যোজাত মেয়ে সন্তান মা হারালো। আমরা এর বিচার চাই।

এদিকে আশার স্বজনরা অভিযুক্ত চিকিৎসকের বিচারের দাবিতে হাসপাতালের সামনে অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম, সদর সার্কেলসহ পুলিশ সুপার হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

ওসি জুবাইদুল আলম রাত আটটার দিকে জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত আছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন শাহিন মিয়া জানান, এভারকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান একজন রোগীর মৃত্যুর তথ্য শুনেছি। বিস্তারিত জেনে এবং অভিযোগ সাপেক্ষে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।


মো. নাঈম ইসলাম/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।