‘নতুন ডিলার নীতিমালা বাস্তবায়ন হলে সার সংকট থাকবে না’
সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা- ২০২৫ দ্রুত বাস্তবায়ন হলে প্রান্তিক পর্যায়ে সার সংকট দূর হবে বলে দাবিতে করেছেন চাঁপাইনবাবগঞ্জ বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশন।
বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন সংগঠনের সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ সোহেল।
তিনি বলেন, বর্তমান সময়ে কৃষি জমি বেড়েছে। এতে সার বেশি প্রয়োজন হচ্ছে। কিন্তু কৃষকরা চাহিদামতো সার পাচ্ছেন না। বিএডিসি ও বিসিআইসি ডিলারদের জন্য সমতাভিত্তিক একক নীতিমালা প্রণয়ন জরুরি, যাতে সার বরাদ্দ ও বিতরণে বৈষম্য ও জটিলতা দূর হয়।
তিনি বলেন, ত্রিশ বছর ধরে কমিশন অপরিবর্তিত, অথচ পরিবহন, গুদাম ও কর্মচারী খরচ বেড়েছে। কমিশন না বাড়ালে দুর্নীতির ঝুঁকি ও কৃষকের ক্ষতি হতে পারে। নতুন নীতিমালা বাস্তবায়ন হলে কৃষকদের মধ্যে সমপরিমাণ সার বিতরণ নিশ্চিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ও তরিকুল ইসলাম, উপদেষ্টা একরামুল হক, সদস্য আসাদুজ্জামান বাবুসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সোহান মাহমুদ/কেএইচকে/জিকেএস